আপডেটের সময়ঃ জুলাই ৩, ২০২৪
পাহাড় নিউজ ডেস্ক:
টানা বর্ষণের কারণে উাজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার (০২জুন) থেকে কাচাংল নদীর পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে বাঘাইছড়ির প্রায় ১০হাজার মানুষ। উপজেলা শহরের সাথে ছয়টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
মঙ্গলবার বিকেলে বাঘাইছড়ির নারকেল বাগান এলাকায় কৃতিত্ব চাকমা নামের এক স্কুল ছাত্র কাচালং নদীর স্রোতে ভেসে গিয়ে নিঁেখাজ হওয়ার দু’দিনে এখনও খুজেঁ পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় ৫৫টি আশ্রয় কেন্দ্র খুলেছে। সেখানে বর্তমানে কয়েকশো ক্ষতিগ্রস্থ মানুষ আশ্রয় নিয়েছে। বাঘাইছড়ি পৌরসভা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সকাল ও রাতে খাবার দেয়া হচ্ছে।
নদীর পানিতে উপজেলার শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা বলছেন, এলাকাগুলো থেকে নদীর পানি কিছুটা নেমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
এদিকে, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন বলেন, পুরো বাঘাইছড়ি উপজেলায় প্রায় ১০ হাজার মানুষ পানি বন্দি হয়ে আছে। বাঘাইছড়ি সদরেও এখনো হাটু পানি রয়েছে। এতে করে এখানকার মানুষ খুবই দুর্ভোগ পোহাচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, পানি এখনো সরে যায়নি। ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, আশ্রয় কেন্দ্রেগুলোতে সাধারণ মানুষেরা আশ্রয় নিয়েছে। তাদের দুই বেলা খিচুড়ি প্রদান করা হচ্ছে।