আপডেটের সময়ঃ জুলাই ১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:-
গত কয়েকদিনের টানা বৃষ্টির কারনে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোববার (৩০জুন) বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয় রাঙামাটি গত দু’দিন ধরে বৃষ্টিপাত শুরু হওয়ার পাহাড় ধসের শঙ্কা সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে অবস্থান, সড়ক ধস রোধ মোকাবিলা, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা, স্বেচ্ছাসেবক টিম গঠন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা, বন্যা কবলিত এলাকায় জরুরী ভিত্তিতে খাবার সংগ্রহ করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাঙামাটি জেলায় ২৬৭ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেয়া হয়েছে । জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকেও প্রস্তুত রয়েছে।
এসময় সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।