আপডেটের সময়ঃ জুলাই ৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড়ি ঢলের কারণে আটকা পড়া টুরিষ্টরা বুধবার বিকেলে সাজেক থেকে ফিরেছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি জানিয়েছেন, সাজেকের মাচালং ও বাঘাইহাটে পানি অনেকটা কমে যাওয়ায় টুরিষ্টরা চলে এসেছেন। কিন্তু কিছু সংখ্যক পর্যটক যারা ব্যাক্তিগত গাড়ী নিয়ে সাজেক ভ্রমণ করছেন তারা এখনো আসতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পর্যটকরা সাজেকের বাঘাইহাট পর্যন্ত এসে ঐখান থেকে নৌকা দিয়ে পার হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন। বাঘাইহাট এলাকায় এখনো পানি থাকায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের নৌকা করে পারাপার করে দিচ্ছেন বলেও জানা গেছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সূপর্ণ দেব বর্মণ বলেন, বুধবার দুপুর থেকে সাজেকে আটকে থাকা প্রায় ৬ শতাধিক টুরিষ্ট সাজেক থেকে চলে গেছেন।