১০ হাজার গাছের চারা রোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ


পাহাড় নিউজ ডেস্ক।

আপডেটের সময়ঃ জুন ২৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

‍”করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের সহনশীলতা” বিশ্ব পরিবেশ দিবসের এইবারের শ্লোগানকে ধারণ করে রাঙামাটি সড়ক বিভাগ , এ বিভাগের আওতাধীন বিভিন্ন সড়কগুলোর পাশে বিভিন্ন প্রজাতির ১০ হাজার বৃক্ষ সৃজনের উদ্যোগ নেয়া হয়েছে।

রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক, রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক, ঘাগড়া -বাঙালহালিয়া আঞ্চলিক সড়ক, বাঙালহালিয়া- রাজস্থলী জেলা মহাসড়ক, বগাছড়ি -নানিয়ারচর সড়কের ১৮০ কি:মি: সড়কের বিভিন্ন উপযুক্ত স্থানে ১০ হাজার ওষধি ও সৌন্দর্যবর্ধন গাছ রোপন করবেন সওজ।

সড়ক বিভাগ জানিয়েছেন, জারুল, নিম, লাল সোনাইল, কৃষঞচূড়া, কাঞ্চন, কনকচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো পরিকল্পনা রয়েছে। বিগত বছরেও বিভিন্ন সড়কে ৩ হাজার গাছ রোপন করা হয়েছে। সম্প্রতি বৃক্ষ সৃজন কার্যক্রমের উদ্বোধন করেন সওজ রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এ উদ্যোগটি নিয়েছি।