বাঘাইছড়িতে বন্যার পানি দেখতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ


পাহাড় নিউজ ডেস্ক।

আপডেটের সময়ঃ জুলাই ৩, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্ধুদের সাথে বন্যার পানি দেখতে গিয়ে কৃতিত্ব চাকমা (১২) নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকালে উপজেলারপৌর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলায় বন্যায় কবলিত হয় অনেকগুলো গ্রাম। বন্ধুদের সঙ্গে বাঘাইছড়ি আবাসিক স্কুলের পাশে বন্যার পানি দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে পা পিছলে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ স্কুলছাত্র কৃতিত্ব চাকমা বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে এবং বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।